তরুণ প্রজন্মের প্রবল বিক্ষোভের মুখে নেপাল সরকারকে সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হতে হলো। রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, যখন হাজার হাজার ছাত্র-যুবক নেপালের পার্লামেন্ট ভবনের বাইরে জমায়েত হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের মধ্যে স্কুলপড়ুয়া কিশোরদের উপস্থিতিও চোখে পড়ে।শুধু রাজধানী নয়, নেপালের বিভিন্ন প্রদেশেও এ বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।তবে বিশ্লেষকদের মতে, সোমবারের আন্দোলনের পেছনে কেবল সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা নয়, সরকারের প্রতি জমে থাকা আরও নানা অসন্তোষও বিস্ফোরণ ঘটিয়েছে।

