20 C
Agartala

তরুণদের আন্দোলনে নেপাল সরকার পিছু হটল

Published:

তরুণ প্রজন্মের প্রবল বিক্ষোভের মুখে নেপাল সরকারকে সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হতে হলো। রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, যখন হাজার হাজার ছাত্র-যুবক নেপালের পার্লামেন্ট ভবনের বাইরে জমায়েত হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের মধ্যে স্কুলপড়ুয়া কিশোরদের উপস্থিতিও চোখে পড়ে।শুধু রাজধানী নয়, নেপালের বিভিন্ন প্রদেশেও এ বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।তবে বিশ্লেষকদের মতে, সোমবারের আন্দোলনের পেছনে কেবল সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা নয়, সরকারের প্রতি জমে থাকা আরও নানা অসন্তোষও বিস্ফোরণ ঘটিয়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -