20 C
Agartala

ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে আহ্বান? ভুয়ো খবর ছড়াল

Published:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ইউরোপের দেশগুলিকে রাশিয়া থেকে তেল না কেনার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—সোশ্যাল মিডিয়ায় এমন দাবিই ভাইরাল হয়েছে। তবে যাচাই করে দেখা গিয়েছে, খবরটি ভুয়ো। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট নন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন। বর্তমানে (সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সুতরাং ট্রাম্পের তরফে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি বা ইউরোপীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ সম্পূর্ণ মনগড়া।দ্বিতীয়ত, ইউরোপীয় ইউনিয়ন (EU) ইতিমধ্যেই ২০২২ সালে রাশিয়ার জ্বালানি আমদানি ধাপে ধাপে কমানোর পদক্ষেপ নিয়েছে। তবে ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ বন্ধ করার বিষয়ে কোনও আইন পাশ হয়নি।তৃতীয়ত, রাশিয়াকে যুদ্ধের ইন্ধন জোগাচ্ছে বলে চিনের উপর অর্থনৈতিক চাপ তৈরি করতে ইউরোপকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প—এই দাবিরও কোনও সত্যতা পাওয়া যায়নি। মার্কিন প্রশাসন (বাইডেন সরকার) যদিও একাধিকবার জানিয়েছে, রাশিয়াকে সাহায্য করলে চিনকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -