পঞ্জাবে ভয়াবহ বন্যার ক্ষত সারতে এগিয়ে এলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ হরভজন সিং। রাজ্যের এই কঠিন সময়ে তিনি শুধু নিজের উপস্থিতি নয়, প্রকৃত সাহায্য নিয়েও পাশে দাঁড়ালেন দুর্গতদের।সংবাদ সংস্থার খবর অনুযায়ী, হরভজন মোট ১১টি যন্ত্রচালিত নৌকা দান করেছেন। এর মধ্যে ৮টি তিনি দিয়েছেন নিজের সাংসদ তহবিল থেকে এবং বাকি ৩টি কিনেছেন নিজের ব্যক্তিগত অর্থে। প্রতিটি নৌকার দাম সাড়ে ৪ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা। এগুলো মূলত জলবন্দি এলাকা থেকে মানুষকে নিরাপদে বের করে আনা ও যাতায়াতের কাজে ব্যবহার করা হবেশুধু নৌকাই নয়, অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তিনি অ্যাম্বুল্যান্সও দান করেছেন। পাশাপাশি হরভজন নিজের উদ্যোগে ৫০ লক্ষ টাকা তহবিল গড়ে তুলেছেন বন্যাদুর্গতদের সহায়তায়। তিনি আরও জানিয়েছেন, তাঁর আহ্বানে ক্রিকেট মহলের একাধিক সংস্থা এগিয়ে এসেছে এবং আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে।নিজের রাজ্যের মানুষের দুর্দিনে পাশে দাঁড়িয়ে হরভজন অন্যদেরও একইভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন।

