20 C
Agartala

৩০ সেপ্টেম্বর থেকে মহিলাদের এক দিনের বিশ্বকাপ, আয়োজক ভারত

Published:

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের এক দিনের ক্রিকেট বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ ভারত। উদ্বোধনী অনুষ্ঠান হবে অসমের গুয়াহাটিতে। তবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এর আগে আইপিএলের গত মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানেও ইডেন গার্ডেন্সে গান গেয়েছিলেন তিনি। এ বারের বিশ্বকাপের অফিশিয়াল সঙ্গীত ‘ব্রিং ইট হোম’ গেয়েছেন শ্রেয়া, যা ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ও উদ্দীপনা প্রকাশ করছে।মাঠ ভরাতে বড় পদক্ষেপ নিয়েছে আইসিসি। ভারতের বিভিন্ন স্টেডিয়ামে ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। সংগঠনের লক্ষ্য, একটিও আসন ফাঁকা না থাকে। সাম্প্রতিক সময়ে মহিলাদের ম্যাচে দর্শক উপস্থিতি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, আর সেই বিষয়টিই মাথায় রেখেই এই সিদ্ধান্ত।টিকিট বিক্রি হবে দুই পর্যায়ে। প্রথম পর্যায়ের বিক্রি শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে, যা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে সর্বনিম্ন ১০০ টাকায় অনলাইনে টিকিট কেনা যাবে। দ্বিতীয় পর্যায় শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে, যদিও তখন টিকিটের ন্যূনতম দাম কত হবে, তা এখনও ঘোষণা করেনি আইসিসি।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -