আগামী ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে ক্রিকেট দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও তাকিয়ে আছেন এই হাইভোল্টেজ দ্বৈরথের দিকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানকে কোনওভাবেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না ভারতীয় শিবির।মর্কেলের কথায়, “পাকিস্তান সবসময়ই একটি প্রতিদ্বন্দ্বী দল। ওদের বিপক্ষে নামা মানেই অন্যরকম চাপের লড়াই। আমরা প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার পক্ষপাতী নই।”ক্রিকেট বিশ্লেষকদের মতে, ভারত–পাকিস্তান ম্যাচ মানেই অনিশ্চয়তার খেলা। তাই দলের কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়—সবার মধ্যেই আলাদা প্রস্তুতি ও সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।

