15.2 C
Agartala

পশ্চিম জেলা প্রশাসনের সঙ্গে পূজা উদ্যোক্তাদের বৈঠক

Published:

শারদোৎসবের আগে পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার রাজধানীর মুক্তধারা হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক ড. বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকসহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।জেলা শাসক বৈঠকে জানান, প্রতিবছরের মতোই এ বছরও দুর্গোৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। গত কয়েক বছর ধরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে। এবারের পূজাতেও একইভাবে সুষ্ঠুভাবে উৎসব পরিচালনায় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।এদিন পূজা উদ্যোক্তাদের একাধিক নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। মণ্ডপের সর্বোচ্চ উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৪০ ফুট, যেখানে স্বাভাবিক উচ্চতা থাকবে ২০ ফুট। গেটের উচ্চতা সর্বোচ্চ ২০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। রাস্তার উপর মণ্ডপ নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত ব্যবস্থা রাখার ওপর জোর দেন জেলা শাসক।পূজানুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদ্যোক্তারা প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -