এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলকে খেলতে হচ্ছে প্রধান স্পনসর ছাড়াই। পূর্বতন স্পনসর ড্রিম ১১ সরে যাওয়ার পর আপাতত ভারতীয় দলের জার্সিতে কোনও নাম দেখা যাচ্ছে না। নতুন স্পনসর পাওয়া গেলেও টুর্নামেন্টের অর্ধেকের বেশি অংশ কেটে যাবে বলে মনে করা হচ্ছে। বিসিসিআই সূত্রে খবর, যে সংস্থার সঙ্গে চুক্তি হবে তা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে।মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দরপত্র আহ্বান করেছে। শর্ত অনুযায়ী, ভারতীয় সংস্থাগুলিকে আবেদন করতে হলে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ৫ লাখ টাকা (অফেরতযোগ্য) দিয়ে দরপত্র সংগ্রহ করতে হবে। এর সঙ্গে দিতে হবে অতিরিক্ত ৯০ হাজার টাকা জিএসটি। অন্যদিকে, বিদেশি সংস্থাগুলিকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে ৫৬৭৫ ডলারের বিনিময়ে (প্রায় ৫ লাখ ২৫০ টাকা)।বিসিসিআই জানিয়েছে, দরপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। তবে যে কোনও আবেদনপত্র বাতিল করার সম্পূর্ণ অধিকার বোর্ডের কাছে থাকবে।ক্রীড়া মহলের মতে, ভারতের মতো ক্রিকেট পরাশক্তির জার্সিতে শূন্য স্পনসরশিপ বিরল ঘটনা। তাই আসন্ন দিনগুলোয় কোন সংস্থা এই দায়িত্ব নেয়, সেই দিকে এখন নজর পুরো ক্রিকেটবিশ্বের।

