20 C
Agartala

ভারত-রাশিয়া বন্ধুত্ব নিয়ে মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর

Published:

ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নতুন নয়। সেই সম্পর্কের কারণে অনেক সময় ভারতকে চড়া মূল্যও দিতে হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানির জেরে আমেরিকা ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ প্রায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবুও নয়াদিল্লি ও মস্কোর সম্পর্ক অটুট রয়েছে।এই প্রেক্ষিতেই মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিন সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি জানান, রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ককে তিনি সম্মান করেন। একইসঙ্গে পাকিস্তান ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। কূটনৈতিক মহলের মতে, পাকিস্তানের এই বার্তা মূলত রাশিয়ার প্রতি ইতিবাচক ইঙ্গিত। তবে একইসঙ্গে ভারতের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সম্পর্কের স্বীকৃতিও এতে প্রতিফলিত হচ্ছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -