বাগমা বিধানসভার কিল্লায় মঙ্গলবার এক রাজনৈতিক সভায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিজেপিতে যোগদান করলেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার হাত ধরে বিভিন্ন দল থেকে প্রায় ২০০ পরিবারের ৬১০ জন ভোটার বিজেপিতে যোগ দেন।সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী নতুনভাবে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, “মানুষ উন্নয়ন চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে এবং রাজ্য জুড়ে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, তা দেখে মানুষ বিজেপির প্রতি আস্থা রাখছে।”তিনি আরও জানান, বাগমা বিধানসভায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং যুব উন্নয়নসহ নানা ক্ষেত্রে সরকার কাজ করে চলেছে। এর ফলে এলাকার মানুষের আস্থা প্রতিদিন আরও দৃঢ় হচ্ছে।নতুনভাবে বিজেপিতে যোগ দেওয়া কর্মী-সমর্থকরাও বলেন, তারা কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যের স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে তারা বিজেপির পাশে থেকে কাজ করতে চান।দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে বাগমা বিধানসভায় বিজেপির সংগঠন আরও মজবুত হবে। আগামী দিনে বিজেপিকে আরও শক্তিশালী করতে এই নতুন কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করা হয়।

