20 C
Agartala

মহিলাদের এক দিনের বিশ্বকাপের পুরস্কার মূল্য বেড়েছে ২৯৭ শতাংশ। এ বার মোট পুরস্কার মূল্য ১২২ কোটি ৫৮ লক্ষ টাকা। প্রতিটি ধাপে বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য।

Published:

দীর্ঘ ১২ বছর পর আবার ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপের পুরস্কার মূল্য বেড়েছে ২৯৭ শতাংশ। এ বার মোট পুরস্কার মূল্য ১২২ কোটি ৫৮ লক্ষ টাকা। প্রতিটি ধাপে বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। গত বারের তুলনায় তা অনেকটাই বেশি।গত বার মহিলাদের এক দিনের বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ৪২ কোটি টাকা। এ বার তা প্রায় তিন গুণ বেড়েছে। বিশ্বকাপের জয়ী দল পাবে ৩৯ কোটি ৫৬ লক্ষ টাকা। গত বারের থেকে তা বেড়েছে ২৩৯ শতাংশ। রানার আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। গত বারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি টাকা পাবে ফাইনালের পরাজিত দল।যে চার দল মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে তারা প্রত্যেকে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা করে পাবে। গত বারের থেকে তা ২৭২ শতাংশ বেড়েছে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দল ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে। সপ্তম ও অষ্টম স্থানে যে দুই দল শেষ করবে তারা ২ কোটি ৪৭ লক্ষ টাকা করে পাবে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -