সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) সম্মেলনকে আমেরিকা কার্যত গুরুত্বহীন বলেই আখ্যা দিল। মার্কিন রাজস্বসচিব স্কট বেসান্তের দাবি, এসসিও সম্মেলন আসলে “দেখনদারি ছাড়া আর কিছু নয়।” তিনি বলেন, ভারত ও চিন রাশিয়া থেকে তেল কিনে “খুব খারাপ কাজ করছে।”তবে বেসান্ত আশাবাদী, ভারত ও আমেরিকার কূটনৈতিক মতপার্থক্য শিগগিরই মিটে যাবে।এই অবস্থাতেই সোমবার চিনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হয় এসসিও শীর্ষ সম্মেলন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।মোদীর সঙ্গে জিনপিং ও পুতিনের বৈঠককে স্বাভাবিক ভাবেই আমেরিকা নিবিড় নজরে রেখেছিল। কিন্তু মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ়’কে দেওয়া সাক্ষাৎকারে বেসান্ত মোদী-শি-পুতিন সাক্ষাৎকে খাটো করার চেষ্টা করেন।

