আগরতলা: এমএলএ হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থার ফাঁক আবারও প্রকাশ্যে। সোমবার রাতে তিন যুবক মাতাল অবস্থায় এমএলএ হোস্টেলে প্রবেশ করে কাঞ্চনপুর বিধায়ক ফিলিপ কুমার রিয়াং-কে লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ করে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই তারা দ্রুত পালিয়ে যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, ঘটনায় এমএলএ হোস্টেলের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

