আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি নোবেল শান্তি পুরস্কারের সমর্থন চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। আর মোদীর সেই অনীহা বা প্রত্যাখ্যানের জেরেই ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এমনই বিস্ফোরক দাবি মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস-এর।প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন ট্রাম্প মোদীকে ফোন করে জানান, ভারত–পাকিস্তান সংঘাত তিনি ‘সমাধান’ করেছেন। সে কারণে পাকিস্তান তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ভারতেরও সমর্থন দেওয়া উচিত। কিন্তু মোদী স্পষ্ট জানিয়ে দেন, যুদ্ধবিরতি হয়েছে দুই দেশের আলোচনার মাধ্যমেই, বাইরের কারও হস্তক্ষেপে নয়। সূত্র মতে, প্রায় ৩৫ মিনিটের ওই ফোনালাপের পর থেকেই দুই রাষ্ট্রপ্রধান আর কোনও কথোপকথন করেননি।

