বাঙালিকে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ ও ‘রোহিঙ্গা’ বলে অপমান এবং শারীরিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে, সংবিধান স্বীকৃত ধ্রুপদী ভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী আগরতলায় জনসভায় করা হয় । সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস, রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস, যুগ্ম ও প্রচার সচিব দুলাল ঘোষ, মহিলা সংগঠনের সচিব সীমন্তি দেব, আইন সচিব রাখাল রাজ দত্তসহ অন্যান্য প্রতিনিধি ও কর্মীবৃন্দ।দলের নেতৃত্বরা বক্তব্যে অভিযোগ করেন— “ভারত স্বাধীন করার জন্য প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল বাংলায়। আজ সেই বাঙালিদেরই বিদেশি তকমা দিয়ে বিতাড়নের চেষ্টা চলছে।”সভা থেকে বাংলার অস্তিত্ব ও বাঙালি জাতিকে রক্ষার আহ্বান জানিয়ে বলা হয়, “সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একত্রিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

