20 C
Agartala

পহেলগাঁও হামলা নিয়ে ভারত-জাপানের যৌথ কড়া বার্তা

Published:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরকালে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে কঠোর অবস্থান জানাল টোকিয়ো। শুক্রবার রাতে ভারত ও জাপান যৌথ বিবৃতি প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানায় এবং সীমান্ত সন্ত্রাস-সহ সকল প্রকার হিংসাত্মক চরমপন্থার বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানায়।যৌথ বিবৃতিতে জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উপর জোর দেওয়া হয়। উল্লেখ করা হয় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণকারী দলের গত ২৯ জুলাই প্রকাশিত রিপোর্টের কথা, যেখানে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই সংগঠনই পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল।প্রধানমন্ত্রী মোদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আলোচনায় এই বিষয়টি তুলে ধরেন। ইশিবা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তা দেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -