ভারতীয় ফুটবলে নতুন হাওয়া এনেছেন কোচ খালিদ জামিল। তারকা নয়, কার্যকরী ফুটবলারের উপর ভরসা রেখে দল গড়েছেন তিনি। মোহনবাগানের কোনও ফুটবলার না পেয়েও অজুহাত না খাড়া করে নিজের পরিকল্পনা অনুযায়ী তৈরি করেছেন দল। আর সেই দলই দিল সাফল্য।কাফা নেশনস লিগের প্রথম ম্যাচে শক্তিশালী তাজিকিস্তানকে ২-১ গোলে হারাল ভারত। ২০০৮ সালের পর এই প্রথম তাজিকিস্তানের বিরুদ্ধে জয় পেল ব্লু টাইগাররা।ভারতের হয়ে গোল করেন দুই ডিফেন্ডার—আনোয়ার আলি ও সন্দেশ জিঙ্ঘন। তবে জয়ের নায়ক নিঃসন্দেহে অধিনায়ক গুরপ্রীত সিংহ সান্ধু, যিনি এক গুরুত্বপূর্ণ পেনাল্টি রুখে দলকে জয় এনে দেন।

