20 C
Agartala

জাপান সফরে মোদী, ইশিবার সঙ্গে বৈঠকে জোর কৌশলগত অংশীদারিতে

Published:

আগামী শনিবার পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি রওনা দেবেন চিনে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে। তবে কূটনৈতিক মহলের মতে, চিন সফরের চেয়ে জাপান সফরই বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছেসফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। ভারত ও জাপানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারি আরও গভীর করার দিকেই নজর থাকবে দুই দেশের আলোচনায়। বিশেষত প্রতিরক্ষা, অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এই বৈঠকের মূল কেন্দ্রবিন্দু হতে পারে বলে মনে করা হচ্ছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -