উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি। শুক্রবার সকালে রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় একাধিক জায়গায় মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। অল্প সময়ে অস্বাভাবিক বৃষ্টিপাতে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। বিভিন্ন এলাকায় রাস্তায় ধস নামায় আটকে পড়েছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে বিস্তীর্ণ এলাকায়। রুদ্রপ্রয়াগ জেলায় অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে জলস্তর ক্রমশ বেড়ে চলেছে। কেদারনাথ উপত্যকায় নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে একটি সেতু। আশেপাশের গ্রামে নদী ও ছোট ছোট নালার জল ঢুকে পড়েছে লোকালয়ে।মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব এবং জেলাশাসককে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে সূত্রের খবর। তবে পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজে যথেষ্ট সমস্যা তৈরি হচ্ছে।

