20 C
Agartala

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৪

Published:

জম্মু ও কাশ্মীরে ফের প্রকৃতির তাণ্ডব। শুক্রবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে জম্মুর রামবন জেলার রাজবাগ এলাকায় ভেসে যায় কয়েকটি ঘরবাড়ি এবং একটি প্রাথমিক বিদ্যালয়।প্রাথমিক হিসাবে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। নিখোঁজ রয়েছেন আরও ৪ জন গ্রামবাসী।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল থেকেই টানা বৃষ্টিপাত চলছিল এলাকায়। রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা হড়পা বান নামে দ্রুবলা নালায়। প্রবল জলস্রোতে দুটি বাড়ি মুহূর্তে তছনছ হয়ে যায়। নিহত ও নিখোঁজদের সবাই ওই বাড়িগুলির বাসিন্দা।দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। প্রবল বৃষ্টির মাঝেই উদ্ধারকাজ শুরু হয়। পুলিশ জানিয়েছে, ভোরে তিন জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -