20 C
Agartala

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশ ব্যর্থ, বান্দিপোরায় সেনার অভিযানে নিহত ২ জঙ্গি

Published:

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার ভোররাতে গুরেজ় সেক্টরের নওশেরা নারের কাছে শুরু হওয়া গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না তা খতিয়ে দেখতে সেনা ও পুলিশ যৌথভাবে চিরুনি তল্লাশি চালাচ্ছে।ভারতীয় সেনার এক বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে শুরু হয় এই অভিযান, যার নাম দেওয়া হয় ‘অপারেশন নওশেরা নার ৪’। সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে সেনা গুলি চালালে তারা পাল্টা গুলি ছোঁড়ে। সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়।অভিযান এখনও চলছে বলে সেনার পক্ষ থেকে জানানো হয়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -