ভারত ও আমেরিকার মধ্যে শুল্কসংক্রান্ত জটিলতা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট—সমাধানের জন্য আলোচনার রাস্তা এখনও খোলা আছে। বুধবার রাতে সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, এই জটিলতাকে সরকার আপাতত ‘সাময়িক’ হিসেবেই দেখছে। খুব শিগগিরই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে আশা করা হচ্ছে।রাশিয়ার কাছ থেকে খনিজ তেল আমদানি করায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর ফলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ, যা বুধবার থেকে কার্যকর হয়েছে। শুল্ক বৃদ্ধির জেরে ভারত থেকে আমেরিকায় একাধিক পণ্যের রফতানি ধাক্কা খেয়েছে।তবে সরকারি সূত্রের দাবি, এত দ্রুত আতঙ্কিত হওয়ার কারণ নেই। দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদি। পাশাপাশি ভারতের রফতানির বৈচিত্র্য তুলে ধরে সূত্র জানায়, মার্কিন শুল্কবৃদ্ধির প্রভাব সার্বিক বাণিজ্যে খুব একটা পড়বে না।

