22 C
Agartala

মাথাব্যথা নাকি টিউমারের ইঙ্গিত? সাবধান হোন এই উপসর্গে

Published:

কাজের চাপ, মানসিক টানাপোড়েন বা অনিদ্রা—এসব কারণে মাথাব্যথা হওয়া নতুন কিছু নয়। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকেই তৎক্ষণাৎ ওষুধ খেয়ে ফেলেন। সাময়িকভাবে আরাম মিললেও প্রশ্ন থেকে যায়—সব মাথাব্যথাই কি শুধুই চাপের কারণে?অফিস-ঘরের ব্যস্ততার মাঝে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাওয়া, কিংবা ঘন ঘন তীব্র মাথাব্যথা—এসবকে অনেক সময় আমরা অবহেলা করি। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ ধরনের ‘অতি সাধারণ’ উপসর্গও মস্তিষ্কে টিউমারের প্রাথমিক সংকেত হতে পারে।স্নায়ুরোগ ও নিউরো রিহ্যাবিলিটেশনের চিকিৎসক ডা. সুপর্ণ গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, মস্তিষ্কের টিউমার প্রায়শই শুরুতে কিছু সংকেত দেয়। সেই লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। কারণ, সময়মতো শনাক্ত করা গেলে টিউমারের চিকিৎসা অনেক সহজ হয় এবং জটিলতা কমে যায়। তাঁর মতে, নিয়মিত মাথাব্যথা, দৃষ্টিসংক্রান্ত সমস্যা, হঠাৎ করে ভুলে যাওয়া, ভারসাম্য হারানো ইত্যাদি উপসর্গ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -