চার বছর পর আবারও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে উঠলেন ভারতের দুইবারের অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু। দ্বিতীয় রাউন্ডে তিনি মালয়েশিয়ার কারুপথেভান লেতশানাকে হারান সরাসরি সেটে।বুধবারের ম্যাচে ১৫ নম্বর বাছাই সিন্ধু বিশ্বের ৪০ নম্বর লেতশানাকে পরাজিত করেন ২১-১৯, ২১-১৫ ব্যবধানে। প্রায় ৪৩ মিনিট ধরে চলা লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেন ২০১৯ সালের চ্যাম্পিয়ন সিন্ধু। এর আগে তিনি ২০২২ ও ২০২৩ সালে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিলেন, আর ২০২১ সালে পৌঁছেছিলেন কোয়ার্টার ফাইনালে।তৃতীয় রাউন্ডে সিন্ধুর সামনে আরও বড় চ্যালেঞ্জ। প্রি-কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ বিশ্বের দুই নম্বর বাছাই চীনের ওয়াং ঝি ই। ২০২২ সালের পর ওয়াংয়ের বিরুদ্ধে জয়ের মুখ দেখেননি সিন্ধু, শেষ দুইবার মুখোমুখি লড়াইয়ে হেরেছেন তিনি। ফলে এবারও কঠিন লড়াই অপেক্ষা করছে ভারতের তারকা শাটলারের জন্য।অন্যদিকে, পুরুষদের ডাবলসে ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি দ্বিতীয় রাউন্ডে জয় পেয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে।

