20 C
Agartala

এশিয়া কাপের আগে পঞ্জাবের বোলিং কোচের ক্ষোভ

Published:

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দলে থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি বাঁহাতি পেসার অর্শদীপ সিংহ। চতুর্থ টেস্টে তাঁকে খেলানো হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু অনুশীলনে চোট পাওয়ায় সেখানেও সুযোগ হাতছাড়া হয়।এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন পঞ্জাবের বোলিং কোচ গগনদীপ সিংহ। চেন্নাইয়ে বুচি বাবু ট্রফির মাঝে এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“অর্শদীপ ইংল্যান্ডে থাকার সময় ওর সঙ্গে কথা হয়েছিল। সুযোগ না পাওয়ায় অস্থির লাগছিল ওকে। আমি বলেছিলাম, তোর সময় আসবেই, ধৈর্য ধরতে হবে। তবে আমার মতে, ইংল্যান্ডে ওকে খেলানো যেত। কারণ ও সুইং বোলার, উচ্চতাও ভাল। সব কিছুই রয়েছে। হয়তো কোচ গৌতম গম্ভীর আর অধিনায়ক শুভমন গিল ওর উপর ভরসা রাখতে পারেননি।”গগনদীপ আরও জানান, ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখনও পর্যন্ত শুধু সাদা বলের ফরম্যাটেই খেলেছেন অর্শদীপ। টেস্টে সুযোগ না পাওয়া নিয়ে তিনি মন্তব্য করেন— “অর্শদীপের ধৈর্যের পরীক্ষা চলছে।”পঞ্জাব কোচের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে অর্শদীপকে লাইন-লেংথ আরও নিখুঁত করতে হবে। বিশেষত ইয়র্কারবাউন্সার নিয়ে আরও খাটতে হবে। গগনদীপের আশা, খুব শিগগিরই ভারতীয় টেস্ট দলে অভিষেক হবে অর্শদীপ সিংহের।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -