20 C
Agartala

বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে কার্যকর হচ্ছে ২৫% শুল্ক, নির্দেশিকার খসড়া ফাঁস

Published:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাচ্ছে আমেরিকা। বুধবার থেকে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হতে চলেছে।ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দফতর ও মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগ যৌথভাবে এই নির্দেশিকা তৈরি করেছে। নির্দেশিকা অনুসারে, আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় ২৭ অগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে এবং ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে।যদিও নির্দেশিকাটি এখনও সরকারি ভাবে প্রকাশ করা হয়নি, তবে খসড়া ইতিমধ্যেই আমেরিকার সরকারি ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে। মঙ্গলবারই সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা।উল্লেখ্য, ৬ অগস্টে দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। নির্দেশিকায় বলা হয়েছে, আমেরিকার প্রতি রাশিয়ার হুমকি মোকাবিলা করার জন্যই ভারতীয় পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরে আমেরিকার বাজারে প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো ভারতীয় পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -