20 C
Agartala

ভারত–পাক সংঘাত নিয়ে ফের বিতর্কিত মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের

Published:

ভারত–পাকিস্তান সংঘাতকে ঘিরে ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প। জুলাই মাসে তিনি দাবি করেছিলেন, সংঘাতের সময় পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। তবে অগস্টে হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মোট সাতটি বিমান ভূপাতিত হয়েছিল। যদিও, কারা গুলি করে কাদের বিমান নামিয়েছে, সে বিষয়ে এবারও স্পষ্ট কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, তাঁর মধ্যস্থতার ফলেই ভারত–পাক সংঘর্ষবিরতি সম্ভব হয়েছিল।উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে মেনে নিয়েছিলেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তবে ঠিক কতগুলি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সংখ্যা তিনি প্রকাশ করেননি।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -