পারভেজ ইস্যুতে অবশেষে জল পরিস্কার হলো। বিগত কয়েক দিন ধরে পারভেজ ইসুকে নিয়ে ব্লাডমাউথ ক্লাব বনাম রাজ্য ফুটবল সংস্থার মধ্যে চলছিল চরম বিবাদ। এই বিবাদে শেষ পর্যন্ত ফুলস্টপ পড়লো বুধবার রাতে। সূত্রের খবর, পারভেজ ইস্যুকে মসৃণ করতে উপর থেকে এলো নির্দেশ। এই নির্দেশকে তো মান্যতা দিতেই হবে তাই না। পারভেজ ইসুকে ঘিরে বিষয়টা গড়ালো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্ট্যাটাস কমিটিতে। মানতে হবে ব্লাডমাউথ ক্লাব ক্লাবকে। একই সঙ্গে মানতে হবে রাজ্যর ফুটবল সংস্থাকেও। বিষয়টা হয়ে গেলো এরকম দড়ি ধরে মারো টান—- খান খান। বৈঠকের পর বৈঠক রাজ্য ফুটবল সংস্থায়। সুরাহার গতি প্রকৃতি নিয়ে ছিলো বহু জল্পনা কল্পনা। আখেরে কিন্তু রাজ্য ফুটবল সংস্থা ক্লিনচিট দিলো তরুণ উদীয়মান ফুটবলার পারভেজ ভূঁইয়াকে। তবে পারভেজকে করা হলো আর্থিক জরিমানা, ক্ষমা চাইলো পারভেজ। একইসঙ্গে টিএফ এর তরফে ব্লাডমাউথ ক্লাবকে করা হলো শো-কজ। উমাকান্ত ময়দানে সাংবাদিক বৈঠক করে টিএফএ এবং ব্লাডমাউথ ক্লাবের সচিব সঙ্গে পারভেজ যাবতীয় সব সিদ্ধান্ত মেনে নিলেন। সাংবাদিক বৈঠকে ব্লাড মাউথ ক্লাবের সচিব স্পষ্ট ভাবে বললেন, তাদের মূল লক্ষ্য ছিল রাজ্যের এই উদীয়মান ফুটবলারকে ময়দানে আবার ফিরিয়ে আনা। অবশেষে কিন্তু হলো এটাই। আবারো বল পায়ে ফুটবল ময়দানে দেখা যাবে পারভেজ ভূঁইয়াকে। স্বস্তির খবর এটা পারভেজ সহ ব্লাড মাউথ ক্লাবের। তবে শুভবুদ্ধি সম্পন্ন ফুটবল প্রেমীদের একটাই প্রশ্ন, এই সিদ্ধান্তটাই যদি করার ছিল রাজ্য ফুটবল সংস্থার , তাহলে এত দেরি কেন করলেন তারা। এই সিদ্ধান্তটা তো আরো কয়েকদিন পূর্বেই টিএফএ নিতে পারতো। এটা না করে এত পরিমাণ জল ঘোলাবার কি কারন ছিল! যাক আখেরে এখন ময়দানে এখন দেখা যাবে পারভেজকে। তবে পারভেজ ইস্যু নিয়ে লড়লো কারা, জিতল কারা। গোটা রাজ্যের মানুষ এই বিষয়টা স্পষ্টভাবে বুঝে গেলেন। রাজ্য ফুটবল সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, পারভেজ এগিয়ে চলো সংঘের থেকে নেওয়া টাকাও ফিরিয়ে দেবে। সবাই খুশি। এই পারভেজ ইস্যু কিন্তু অনেক কিছু শিখিয়ে গেল রাজ্য ফুটবল সংস্থাকে, অভিমত শুভবুদ্ধি সম্পন্ন ফুটবল প্রেমীদের।

