বোধজং নগরে ১৩২ কে ভি ট্রান্সমিশন লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৭ বছরে পরিকাঠামোয় ব্যাপক উন্নয়ন—বিদ্যুৎ চুরি, ওভার লোড, ঝড়–তুফান ও মেইনটেন্যান্স—এই সমস্ত কারণেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। সোমবার বোধজং নগরে ১৩২ কে ভি সাব স্টেশন কমপ্লেক্সে নতুন ট্রান্সমিশন লাইনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর শক্তির ব্যবহার বাড়াতেই হবে। কারণ গ্যাস, ডিজেল প্রভৃতি জ্বালানি একদিন শেষ হয়ে যাবে।এদিনের অনুষ্ঠানে খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যুৎ নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

