ত্রিপুরা জীববৈচিত্র্য বোর্ডের উদ্যোগে এবং এভারেইন গ্লোবাল সার্ভিসেস-এর সহযোগিতায় রাজ্যের স্টেট বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান (SBSAP) ২০৩০ প্রণয়নের কাজ এগোচ্ছে। এই প্রেক্ষিতে ধলাই জেলার আমবাসা এফডিএ কনফারেন্স হলে একটি জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমতি হেমালি দেববর্মা, চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, আমবাসা। কর্মশালায় বন, কৃষি, উদ্যানপালন, মৎস্য, পর্যটন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি, জেলা পর্যায়ের BMC সদস্য এবং শিক্ষাবিদরা অংশ নেন।কর্মশালায় জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় সমস্যাবলী ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্পকে জাতীয় জীববৈচিত্র্য লক্ষ্য (National Biodiversity Targets)-এর সাথে কীভাবে সমন্বয় করা যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।আয়োজক মহলের দাবি, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় স্তরে মতামত ও অভিজ্ঞতার বিনিময় ঘটায় রাজ্যের SBSAP 2030 আরও বাস্তবসম্মত ও কার্যকর হয়ে উঠবে।

