20 C
Agartala

অর্জুন–সানিয়া সম্পর্ক নিয়ে জল্পনায় ইতি টানলেন ‘মাস্টার ব্লাস্টার’

Published:

কিছু দিন আগেই অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চন্দোকের বাগ্‌দান নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে এত দিন কোনও পক্ষ থেকেই সে বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি আসেনি। অবশেষে নীরবতা ভাঙলেন সচিন তেন্ডুলকর। সমাজমাধ্যমে আয়োজিত ‘আস্ক মি এনিথিং’ (যা খুশি জিজ্ঞাসা করো) সেশনে এক ভক্ত প্রশ্ন করেন, অর্জুন ও সানিয়ার বাগ্‌দানের খবর কি সত্যি? জবাবে সচিন স্পষ্ট বলেন— “হ্যাঁ, ওর বাগ্‌দান হয়েছে। ওর ভবিষ্যত জীবনের কথা ভেবে আমরা সকলেই খুব উত্তেজিত।”এই একটি উত্তরেই নিশ্চিত হয়ে গেল যে অর্জুন তেন্ডুলকরের বাগ্‌দান সম্পন্ন হয়েছে।এছাড়াও প্রশ্নোত্তর পর্বে সচিন হালকা মজা করেছেন এবং নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গেও মত জানিয়েছেন। এমনকি এক ভক্ত যখন সন্দেহ প্রকাশ করেন যে উত্তরগুলো তিনি নিজে লিখছেন কি না, তখন সচিন নিজের উত্তর দেওয়ার ছবি পোস্ট করে রসিকতা করে লেখেন— “এ বার কি আধার কার্ড পাঠাব?”

advertisement

পরবর্তী খবর

- Advertisement -