20 C
Agartala

১২ বছর পর ভারতে মহিলাদের এক দিনের বিশ্বকাপ, শুরু প্রস্তুতি শিবির

Published:

দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে মহিলাদের এক দিনের বিশ্বকাপ ক্রিকেট। এ বার দেশের মাটিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাচ্ছে ভারতীয় দল। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করতে চলেছেন হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা-রা।আগামী সোমবার থেকে বিশাখাপত্তনমে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা বিশ্বকাপের আগে ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে এটিই হবে শেষ প্রস্তুতি, যা অনুষ্ঠিত হবে মুল্লানপুরে।ক্রিকবাজ় জানিয়েছে, প্রস্তুতি শিবিরে ডাক পেয়েছেন ভারতীয় দলের ১৫ জন মূল ক্রিকেটার। এর পাশাপাশি সায়ালি সাতঘর-সহ আরও ছয় ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হয়েছে। তাঁরা বিশ্বকাপের দলে না থাকলেও অস্ট্রেলিয়া সিরিজ়ে সুযোগ পেয়েছেন, তাই তারাও বিশ্বকাপের দলের সঙ্গে অনুশীলন করবেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -