শিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে নারাজ নয়াদিল্লি।রবিবার মস্কোয় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের স্বার্থে যেখানে সাশ্রয়ী দামে তেল পাওয়া যাবে, সেখান থেকেই তেল কিনবে ভারত।রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস-কে দেওয়া সাক্ষাৎকারে বিনয় বলেন, “বাণিজ্য বাণিজ্যের মতোই চলবে। আমাদের লক্ষ্য ১৪০ কোটি ভারতীয় নাগরিককে জ্বালানি-নিরাপত্তা দেওয়া। আমেরিকার এই সিদ্ধান্ত শুধু অন্যায্য নয়, অযৌক্তিকও।”রাষ্ট্রদূতের মতে, ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপানো আন্তর্জাতিক বাণিজ্যনীতির লঙ্ঘন। তিনি আরও জানান, রাশিয়া-সহ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সহযোগিতা বিশ্ব তেলবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে।

