তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চিন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, এই বাঁধ কার্যকর হলে শুখা মরসুমে ভারতে প্রবাহিত ব্রহ্মপুত্রের জল ৮৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ পেয়েছে।যদিও নয়াদিল্লি প্রকাশ্যে এই পরিসংখ্যান সামনে আনেনি, তবে আগেই এ নিয়ে উদ্বেগ জানিয়েছিল। রয়টার্স জানিয়েছে, চারটি নির্ভরযোগ্য সূত্র এবং কেন্দ্রীয় একটি বিশ্লেষণ যাচাই করে এই তথ্য তাদের হাতে এসেছে।গত ডিসেম্বরে চিন ঘোষণা করে, তারা ইয়ারলুং জ়াংবো নদীর উপর (যেটি ভারতে প্রবেশের পর ব্রহ্মপুত্র নামে পরিচিত) এই বৃহত্তম বাঁধ নির্মাণ করবে। প্রকল্পটি নদীর সেই অংশে গড়ে উঠছে, যেখান থেকে এটি বাঁক নিয়ে ভারতে প্রবেশ করে।

