নিজের দেশকে ‘নুড়িবোঝাই ট্রাক’ আর ভারতকে ‘মার্সিডিজ়’ গাড়ির সঙ্গে তুলনা করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পাশাপাশি পরমাণু হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এবার তার পাল্টা জবাব দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।রাজনাথ বলেন, “মুনিরের বক্তব্য ব্যঙ্গাত্মক নয়, বরং স্বীকারোক্তি। পাকিস্তান কতটা দুর্বল, তা তিনি নিজেই জেনে বা না-জেনে স্বীকার করেছেন।”প্রসঙ্গত, কিছু দিন আগে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মুনির বলেছিলেন, “ভারত ঝাঁ চকচকে মার্সিডিজ় গাড়ির মতো, পাকিস্তান বড় নুড়িবোঝাই ট্রাক। দুইয়ের সংঘর্ষে কী হবে, তা সকলের জানা।”তার জবাবে রাজনাথ মন্তব্য করেন, “দুই দেশ একই সময়ে স্বাধীনতা পেয়েছে। যদি একটি দেশ পরিশ্রম, সঠিক নীতি ও দূরদৃষ্টির মাধ্যমে ঝাঁ চকচকে গাড়ির মতো অর্থনীতি গড়ে তোলে, আর অন্য দেশ ব্যর্থতার মধ্যে আটকে থাকে, তবে সেটা তাদেরই কৃতকর্মের ফল। এটা ব্যঙ্গ নয়, একেবারে অকপট স্বীকারোক্তি।”

