20 C
Agartala

থরালিতে হড়পা বান, ভেসে গেল বাড়িঘর, দোকান এমনকি এসডিওর বাসভবনও

Published:

মেঘভাঙা বৃষ্টির জেরে ফের হড়পা বান। এ বার বিপর্যয় ঘটল উত্তরাখণ্ডে। শুক্রবার মধ্যরাতে চামোলি জেলার থরালি এলাকায় আকস্মিক কাদাস্রোতে ভেসে গেল দোকানঘর, বাড়িঘর, এমনকি মহকুমাশাসকের সরকারি বাসভবনও।জল ও কাদাস্রোতের চাপে বহু বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা। সাগওয়ারা গ্রামে ধ্বংসস্তূপে চাপা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।থরালি এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি ভেসে গিয়েছে। স্থানীয় চেপদাঁও বাজারে এক জন নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে জেলা প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)।ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছেছেন এবং তিনি নিজেও পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -