আজকের তরুণ-তরুণীরা আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সচেতন—তা সে খাদ্যাভ্যাস, স্বাস্থ্য, মানসিক রোগ কিংবা প্রেম-সম্পর্ক যাই হোক না কেন। আগের প্রজন্মে মানসিক চাপ থেকে মুক্তি পেতে যেখানে সিগারেট টানার প্রবণতা বেশি দেখা যেত, সেখানে এখনকার যুবসমাজ অনেকটাই সেই অভ্যাস থেকে সরে এসেছে। তবে সিগারেটের জায়গা নিয়েছে এক অভিনব ধারণা—‘ফ্রিজ সিগারেট’।শব্দের সঙ্গে ‘সিগারেট’ যুক্ত থাকলেও এতে নেই ধোঁয়া, নেই আগুন। আছে কেবল একটি ঠান্ডা পানীয় আর কিছু সময়ের জন্য ব্যস্ত জীবনের বিরতি। সমাজমাধ্যমের দৌলতে এই শব্দটি এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।আধুনিক প্রজন্ম মদ্যপান বা ধূমপান থেকে দূরে থাকতে চাইলেও চাপ তো থেকেই যায়—পড়াশোনা, চাকরি, সম্পর্ক কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা। তার মাঝেই তারা খুঁজে নিচ্ছে একটুখানি নিঃশ্বাস ফেলার জায়গা। সেই জায়গাটাই পূরণ করছে ‘ফ্রিজ সিগারেট’।এক চুমুক ঠান্ডা পানীয়, আর সঙ্গে খানিকটা সময়—এই দুই মিলে ‘ফ্রিজ সিগারেট’ হয়ে উঠছে নতুন প্রজন্মের কাছে একরকম সান্ত্বনার প্রতীক। যেন আধুনিক যুগে চাপমুক্তির সহজতম উপায়।

