টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর অবশেষে রোদ উঠেছে মুম্বই ও সংলগ্ন এলাকায়। শহরের অলিগলিতে জমা জল নামায় ফের ছন্দে ফিরেছে বাস পরিষেবা। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারও উত্তর কোঙ্কণের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও এতে নতুন করে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা নেই।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, রাজ্যের সামগ্রিক দুর্যোগ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। মুম্বই-সহ যে সব এলাকায় ভারী বৃষ্টি চলছে, সেখানে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন এবং সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন, জলাধারগুলি থেকে জল ছাড়ার প্রক্রিয়া চলছে এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফডণবীসের দাবি, মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও কিছু এলাকায় এখনও ভারী বর্ষণের সম্ভাবনা আছে।তবে এই প্রবল বৃষ্টিতে মহারাষ্ট্রজুড়ে প্রায় ১৪ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পর্যালোচনা শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

