20 C
Agartala

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে উদ্যোগী ভারত

Published:

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির চাপের মধ্যেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিল ভারত। বুধবার মস্কোয় আয়োজিত ভারত-রাশিয়া ‘বিজ়নেস ফোরাম’-এ যোগ দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রুশ সংস্থাগুলিকে ভারতে আরও নিবিড়ভাবে বাণিজ্যিক কার্যকলাপে যুক্ত হওয়ার আহ্বান জানান।জয়শঙ্কর বলেন, “ভারতে নগরায়ন ও আধুনিকীকরণের ফলে নিত্যনতুন পণ্যের চাহিদা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সংস্থার পাশাপাশি রুশ বাণিজ্যিক সংস্থাগুলিরও সুযোগ রয়েছে।” তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠিত রুশ সংস্থাগুলি জরুরি পণ্য—যেমন সার ও রাসায়নিক দ্রব্য—ভারতের বাজারে সরবরাহ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।আলোচনায় রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী ডেনিস মান্টুরভও উপস্থিত ছিলেন। জয়শঙ্কর স্পষ্ট করেন, নয়াদিল্লি বিদেশি সংস্থাগুলির জন্য আরও সুযোগের দ্বার খুলে দিতে আগ্রহী। ফলে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা উঠে এসেছে এই বৈঠকে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -