উদ্বোধনী ম্যাচ খেলবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং আইএলএস । নিয়ম মেনে লটারির মাধ্যমে আসরের ক্রীড়া সূচি তৈরি করা হলো বুধবার। কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। উদ্যোক্তা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। এই নিয়ে তৃতীয়বার। আগামী ২৩ ও ২৪ আগস্ট আগরতলা স্থিত আমতলী স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে আয়োজকদের তরফ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং ক্রীড়া সূচি ঘোষণা করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দল গুলো হলো: টি এন জি সি এল, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক, হ্যালুসিনেট, টিএস ই সি এল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ও এন জি সি এল। প্রতিটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়ন, রানার্স দল এবং টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার, সেরা ফিল্ডার, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সহ অন্যান্য পুরস্কারও প্রদান করা হবে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আধিকারিক এবং বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত থাকবেন। সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, কার্যকরী সদস্য, প্রতিটি সাব কমিটির কনভেনার সহ প্রত্যেক সদস্যরাই উপস্থিত ছিলেন। লটারি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবকটি দলের টিম ম্যানেজার ও অধিনায়ক প্রমূখ উপস্থিত ছিলেন।

