20 C
Agartala

মনিপুরী ভাষা শিক্ষা চালুর দাবিতে আন্দোলনে ত্রিপুরা মনিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি

Published:

ত্রিপুরায় মনিপুরী ভাষা শিক্ষা চালুর দাবিতে আন্দোলনে নামল ত্রিপুরা মনিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি। বুধবার তারা রাজ্যের বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন জমা দেয় এবং শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।সংগঠনের অভিযোগ, ১৯৯৮ সালে রাজ্য সরকার ২৮টি স্কুলে মনিপুরী ভাষার বিষয় চালুর ঘোষণা করেছিল। কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। শুধু তাই নয়, মনিপুরী ভাষায় কোনো শিক্ষকও নিয়োগ করা হয়নি। ফলে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কাগজে কলমে মনিপুরী ভাষা থাকলেও বাস্তবে তা কার্যকর নয়।এই পরিস্থিতিতে কমিটির তরফে অবিলম্বে মনিপুরী ভাষার শিক্ষক নিয়োগ ও ঘোষিত ২৮টি স্কুলে মনিপুরী বিষয় চালুর দাবি জানানো হয়েছে।বুধবারের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি বীরেন্দ্র সিংহ। সদস্যরা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাবি সম্বলিত স্লোগান তোলেন। তাদের বক্তব্য, দীর্ঘ প্রতিশ্রুতি সত্ত্বেও বাস্তবে মনিপুরী শিক্ষা চালু না হওয়া ভাষাভাষী সমাজের প্রতি অবিচার।কমিটি জানিয়েছে, এবার আর দাবি উপেক্ষিত হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে তারা বাধ্য হবে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -