20 C
Agartala

আখাওড়া রোডে তিরঙ্গা রঙের স্ট্রিট লাইট, খতিয়ে দেখলেন মেয়র

Published:

শহরকে সৌন্দর্য ও আলোকিত রূপ দেওয়ার লক্ষ্যে জোরকদমে পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। সেই উদ্যোগের অংশ হিসেবে ফায়ার ব্রিগেড চৌমুহনি থেকে আখাওড়া রোড পর্যন্ত বসানো হয়েছে নতুন তিরঙ্গা রঙের স্ট্রিট লাইট।শুক্রবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলাকায় যান মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের একাধিক আধিকারিকও।পুর নিগমের তরফে জানানো হয়েছে, এই ধরনের উদ্যোগে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনই রাতের বেলায় আরও নিরাপদ ও আলোকিত হয়ে উঠবে আগরতলার গুরুত্বপূর্ণ সড়কগুলো।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -