20 C
Agartala

কৃষ্ণনগরে ছাত্রী নিবাসে চাঞ্চল্য, বহিরাগত যুবক আটক — অভিযোগ হোস্টেল সুপারের বিরুদ্ধে

Published:

কৃষ্ণনগর এলাকায় ছাত্রী নিবাস থেকে এক বহিরাগত যুবককে আটক ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, হোস্টেলের ভেতর থেকে সন্দেহভাজন যুবককে ধরে ফেলে স্থানীয়রা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।অভিযোগ উঠেছে সরাসরি হোস্টেল সুপারের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, সুপারের গাফিলতি বা অসতর্কতার কারণেই বহিরাগত যুবক ছাত্রী নিবাসে ঢুকতে সক্ষম হয়। ঘটনায় আতঙ্কিত ছাত্রী-অভিভাবকেরা ইতিমধ্যেই হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।অন্যদিকে, পুলিশ ওই যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। হোস্টেল সুপারের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -