রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আবারও চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দীর্ঘ যুদ্ধ করতে করতে ক্লান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবুও তিনি কোনও চুক্তি করতে রাজি নন। তবে ট্রাম্প আশাবাদী, ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে শেষমেশ ‘ইতিবাচক পদক্ষেপ’ নেবেন পুতিন।গত ১৫ অগস্ট আলাস্কার অ্যাঙ্কোরেজ়ে মার্কিন সেনাঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন-এ ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন পুতিন। সেই বৈঠকে নিজের শর্তের কথা জানিয়ে মস্কো ফিরে যান তিনি। এরপর সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ট্রাম্প।শুধু জ়েলেনস্কিই নন, এই বৈঠক ছিল আন্তর্জাতিক নেতৃত্বে ভরপুর। উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ়, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং নেটো মহাসচিব মার্ক রুট। মূল উদ্দেশ্য ছিল রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান টানার সম্ভাবনা খতিয়ে দেখা।

