20 C
Agartala

এশিয়া কাপের দলে চমক! শুভমন সহ-অধিনায়ক, বাইরে যশস্বী-আয়ার

Published:

ভারতীয় দলে চমকের পর চমক। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অনেক কিছুই খাপ খায়নি। মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগরকর যখন এশিয়া কাপের জন্য ভারতের ১৫ জনের দল ঘোষণা করলেন, তখন অনেকের চোখ কপালে ওঠে। কারণ, দলে নেই যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আয়ার। অন্যদিকে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন শুভমন গিল ও রিঙ্কু সিংহ।শুধু তাই নয়, শুভমন গিলকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েও বিস্ময় তৈরি হয়েছে। আগরকর স্পষ্টই জানিয়ে দিলেন, শুভমনকে ফেরানো হয়েছে কারণ তিনি সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন। নির্বাচকের কথায়,“শুভমন টি২০ দলে নিয়মিত ছিল। কিন্তু কিছু সময় টেস্টের দিকে মন দিতে গিয়ে কয়েকটি সিরিজ খেলেনি। এবার আবার তাকে দলে ফেরানো হয়েছে।”অধিনায়ক সূর্যকুমার যাদবও ব্যাখ্যা দিয়েছেন সহ-অধিনায়কত্ব নিয়ে। তাঁর ভাষায়,“বিশ্বকাপের পর দলের সহ-অধিনায়ক ছিল শুভমন। মাঝে কয়েকটা সিরিজ় খেলেনি, তখন অক্ষর পটেলকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন শুভমন ফিরেছে, তাই দায়িত্বও ফিরে এসেছে তার হাতে।”দল ঘোষণার সঙ্গে সঙ্গেই একপ্রকার ইঙ্গিতও দিয়ে দিলেন সূর্য ও আগরকর— এই ১৫ জনের মধ্যে কোন ১১ জন নামতে পারেন এশিয়া কাপে, তা অনেকটাই স্পষ্ট।ভারতীয় দলের এই ঘোষণার পর ক্রিকেটমহলে শুরু হয়েছে নতুন আলোচনা— বাদ পড়াদের জায়গা নিয়ে এবং শুভমন-রিঙ্কুর উপর রাখা আস্থার ভবিষ্যৎ প্রভাব নিয়ে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -