20 C
Agartala

এশিয়া কাপের দল ঘোষণায় সূর্যকুমারের কব্জিতে ৩৪ লক্ষ টাকার বিশেষ ঘড়ি

Published:

এশিয়া কাপের জন্য ভারতীয় দল নির্বাচনে যেমন কাটাছেঁড়া চলছে, তেমনই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের কব্জি। প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে দল ঘোষণার সাংবাদিক বৈঠকে সূর্যকুমারের হাতে দেখা গিয়েছে বিশেষ এক ঘড়ি, যার দাম প্রায় ৩৪ লক্ষ টাকা।ঘড়িটি তৈরি করেছে বিখ্যাত সংস্থা Jacob & Co.—এর নাম “রাম জন্মভূমি টাইটানিয়াম এডিশন”। বিশেষ এই মডেলটি ভারতীয় বাজারের কথা মাথায় রেখে সীমিত সংখ্যক তৈরি হয়েছে। পুরুষদের জন্য ডিজাইন করা ঘড়িটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ।ঘড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক এর ডায়ালের কারুকাজ। সেখানে নিখুঁতভাবে খোদাই করা হয়েছে অযোধ্যার রামমন্দির ও ভগবান রামের ছবি। পাশাপাশি ভারতের ইতিহাস এবং তার তাৎপর্যও তুলে ধরা হয়েছে সূক্ষ্ম নকশার মাধ্যমে।স্বাভাবিক ভাবেই এই ঘড়ি নজর কেড়েছে সবার। শুধু বিলাসিতা নয়, সূর্যকুমারের কব্জির এই বিশেষ ঘড়ি তাঁর রামের প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের প্রতীক বলেই মনে করছেন অনেকে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -