রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে চিঠি লিখলেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রের দাবি, স্বামী তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়েই সেই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে পুতিনের কাছে।আলাস্কায় দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক চলাকালীনই ট্রাম্প সেই চিঠি রুশ প্রেসিডেন্টকে তুলে দেন। এ খবর প্রকাশ্যে আসতেই কূটনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।প্রশ্ন উঠছে—চিঠিতে কী লিখেছেন মেলানিয়া?ব্যক্তিগত বার্তা নাকি রাজনৈতিক কোনও ইঙ্গিত—এই নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। হোয়াইট হাউস সূত্র এখনও আনুষ্ঠানিকভাবে চিঠির বিষয়বস্তু প্রকাশ করেনি। ফলে কূটনৈতিক অন্দরে কৌতূহল আরও বাড়ছে।

