নবান্ন অভিযানের সময় পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় আরও এক জন গ্রেফতার হয়েছেন। উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা মানসচন্দ্র সাহাকে বুধবার গভীর রাতে আটক করে পুলিশ। তদন্তে প্রমাণ মিলেছে, ৯ অগস্টের ঘটনায় তাঁর সরাসরি যোগ রয়েছে।এর আগে মঙ্গলবার জগদ্দলের চন্দন গুপ্তকে গ্রেফতার করা হয়েছিল, যাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। চন্দনকে ১৫ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ মানসের রাজনৈতিক পরিচয় ও ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখছে।

