15.2 C
Agartala

গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত হলে বাতিল হতে পারে ওসিআই কার্ড

Published:

ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য ওভারসিজ় সিটিজেন্স অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র। নতুন নিয়মে বলা হয়েছে, গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলে ওসিআই কার্ড বাতিল হতে পারে। এর ফলে কার্ডধারীরা হারাতে পারেন ভিসা ছাড়াই ভারতে প্রবেশের সুবিধা।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও অনাবাসী ভারতীয় যদি—

  • দুই বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন, অথবা
  • সাত বছর বা তার বেশি কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হন,

তাহলে তাঁদের ওসিআই নিবন্ধন ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন–এর ৭ডি ধারার অধীনে বাতিল করা হতে পারে।এই পরিবর্তনের ফলে গুরুতর অপরাধে জড়িত ওসিআই কার্ডধারীদের জন্য ভারতে অবাধ যাতায়াত ও অন্যান্য সুবিধা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে সরকার।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -