রাতভর টানা ভারী বৃষ্টিপাতে কার্যত অচল হয়ে পড়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বই। নাগাড়ে বৃষ্টির জেরে শহরের বহু রাস্তা জলের তলায় চলে গিয়েছে। দাদর এবং বান্দ্রা স্টেশনের কাছে রেললাইন ডুবে যাওয়ায় রেল পরিষেবা ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বইয়ের পূর্ব ও পশ্চিম দিকের শহরতলি। কুর্লা, চেম্বুর ও আন্ধেরির একাধিক এলাকায় এক থেকে দেড় ফুট পর্যন্ত জল জমে যায়। ভিখরোলিতে গত ২১ ঘণ্টায় ২৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সান্তাক্রুজে হয়েছে ২৩২ মিলিমিটার।ভিখরোলির বর্ষানগর এলাকায় ধস নামায় ভেঙে পড়ে একটি আবাসনের একাংশ। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন আহত হয়েছেন। বৃহন্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর শনিবারও মুম্বইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে মুম্বই ও সংলগ্ন রায়গড় জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

