ভারতের প্রাক্তন হকি অলিম্পিয়ান ও টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা, ভেস পেজ আর নেই। বৃহস্পতিবার ভোর ৩টায়, ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতেই চিকিৎসা চলছিল।১৯৪৫ সালে গোয়ায় জন্ম নেওয়া ভেস পেজ ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে ভারতীয় হকি দলের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। ১৯৭১ সালের বার্সেলোনা বিশ্বকাপেও ব্রোঞ্জ পান তিনি। মিডফিল্ডার হিসেবে হকিতে কৃতিত্বের পাশাপাশি ক্রিকেট, ফুটবল ও রাগবিতেও ছিলেন পারদর্শী। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতি ছিলেন।

